বরিশালে বর্ণাঢ্য আয়োজনে

দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল ব্যুরো
দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে দেশের প্রাচীনতম দৈনিক ইত্তেফাকের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির হলরুমে কেককাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ কেক কেটে। এসময় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী, বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) জাকির হোসেন মজুমদার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মা. আরিফুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বরিশাল মহানগরী আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, নাগরিক সমাজের সদস্য সচিব ডাঃ মিজানুর রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু, মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনি এবং দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজ।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. ফরিদ আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. শামীম আহসান এবং বরিশাল শিক্ষাবোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক জামাল উদ্দীনও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানস্থলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উপ-পরিচালক দীপু হাফিজুর রহমান, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুর রহমান মিরন, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ এবং বরিশাল রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

দৈনিক ইত্তেফাকের জন্মদিন উপলক্ষে সরকারি-বেসরকারি সংস্থা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল ও কেক নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তারা ইত্তেফাকের বস্তুনিষ্ঠ সংবাদের ভূয়সী প্রশংসা করেন এবং এর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানটি বরিশালবাসীর জন্য একটি আনন্দময় অভিজ্ঞতা ছিল এবং দৈনিক ইত্তেফাকের দীর্ঘ ৭২ বছরের সাফল্যের যাত্রা উদযাপনে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য