সুনামগঞ্জ শিল্প-পণ্য বাণিজ্য মেলা ২০২৫-এর অবকাঠামো কাজের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর জেলা ক্রীড়া সংস্থার মাঠে মেলার অবকাঠামো কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আগামী ১৫ জানুয়ারি ২০২৫ সালে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় মেলার শুভ উদ্বোধন হবে বলে জানিয়েছেন মেলার আয়োজক প্রতিষ্ঠানের মালিক এম এ মইন খান বাবলু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জিত কুমার দাস, সদর মডেল থানার (ওসি তদন্ত) মনিবুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু। এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজা, সদস্য সচিব মেহেদী হাসান সাকিব, বাংলাদেশ বেনারশী মুসলিম এন্ড জামদানী সোসাইটির সভাপতি এম এ মইন খান বাবলু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম বলেন, বাণিজ্য মেলায় মাইক ব্যবহার না করে কম সাউন্ডে স্পিকার ব্যবহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে। আশপাশের বাসিন্দাদের যাতে কোনো সমস্যা বা বিরক্তির কারণ না হয়, এ জন্য রাত ৮-৯টার দিকে সাউন্ড কমিয়ে দিতে বলা হয়েছে। মাসব্যাপী মেলা বিরক্তির কারণ না হয়ে যেন একটি উৎসবে পরিণত হয়।
ভোরের আকাশ/রন
মন্তব্য