ফেনীতে ভেজাল বিরোধী অভিযান

দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনী জেলা প্রতিনিধি
ফেনীতে ভেজাল বিরোধী অভিযান

ফেনীতে ভেজাল বিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) ফেনীর দাগনভূঁঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স.ম. আজহারুল ইসলাম এ জরিমানা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার দাগনভূঁঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের নুহা ইউনিক প্রাইভেট লিমিটেড সাবান ফ্যাক্টরিতে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম. আজহারুল ইসলাম। এ সময় সাবান ফ্যাক্টরিতে বিএসটিআইয়ের অনুমতি ছাড়া ডিটারজেন্ট পাউডার ও সাবান উৎপাদন করার অপরাধে প্রতিষ্ঠান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে দাগনভূঁঞা পৌর শহরের বিসমিল্লাহ সুপার বেকারিতে অভিযান চালিয়ে বিএসটিআইয়ের অনুমতি ছাড়া লোগো ব্যবহার, বেকারিতে খাদ্য পণ্য উৎপাদন এবং সঠিক পরিমাপ না থাকার অপরাধে বেকারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআইয়ের কুমিল্লা অঞ্চলের পরিদর্শক মো. জিল্লুর রহমানের নেতৃত্বে একটি সঙ্গী টিম এবং দাগনভূঁঞা থানা পুলিশের একটি দল সহায়তা করে।

দাগনভূঁঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম. আজহারুল ইসলাম জানান, ভেজাল নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক উপজেলার বিভিন্ন স্থানে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য