চট্টগ্রামে এস আলমের গাড়ি বিতর্ক

পুনরায় দলে ফিরলেন বিএনপির বহিষ্কৃত ৩ নেতা

চট্টগ্রাম জেলা প্রতিনিধি
পুনরায় দলে ফিরলেন বিএনপির বহিষ্কৃত ৩ নেতা

চট্টগ্রামে এস আলম গ্রুপের বিলাসবহুল গাড়ি সরানোর ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কৃত দক্ষিণ জেলা বিএনপির তিন নেতা পুনরায় দলে ফিরেছেন। আহ্বায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এসএম মামুন মিয়াকে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে দল। প্রায় চার মাস পর, বুধবার (২৫ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক তিনটি চিঠিতে এই তথ্য জানানো হয়।

এর আগে গত ১ সেপ্টেম্বর দক্ষিণ জেলা বিএনপির এই তিন নেতার প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। ওই সময় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে বিএনপির গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত তিন নেতার আবেদনের প্রেক্ষিতে বুধবার চিঠির মাধ্যমে জানানো হয় যে, তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি দলীয় শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখার জন্য তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ভবিষ্যতে শৃঙ্খলাভঙ্গের কোনো ঘটনা যাতে না ঘটে, সেজন্য সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দেশের আলোচিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের বিলাসবহুল গাড়ি সরানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ১ সেপ্টেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি বাতিল করা হয়েছিল। একই দিনে আহ্বায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী বিএনপির আহ্বায়ক এসএম মামুন মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য