পিরোজপুরে বড়দিন উপলক্ষে

বিভিন্ন গির্জায় কেক পাঠালেন পুলিশসুপার

পিরোজপুর প্রতিনিধি
বিভিন্ন গির্জায় কেক পাঠালেন পুলিশসুপার

খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় অবস্থিত গির্জাগুলোতে শুভেচ্ছা উপহার হিসেবে কেক প্রদান করেছেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার জুলুহার এলাকার ক্যাথলিক গির্জা, অক্সফোর্ড গির্জা, সেভেন ডেস এডভান্টেজ গির্জা, জলাবাড়ি এলাকার খ্রীস্ট মন্ডলীয় গির্জা এবং কুড়িয়ানা এলাকার এর্জি চার্চ গির্জাসহ বিভিন্ন গির্জায় এসব কেক প্রদান করা হয়।

খ্রিস্টান ধর্মাবলম্বীরা এ সময় উৎসবমুখর পরিবেশে তাদের বড়দিন উদযাপন করেন।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য