চার দফা দাবিতে সিরাজগঞ্জে নৌযান শ্রমিকদের বিক্ষোভ

দাবি পূরন না হলে আজ থেকে দেশব্যাপি কর্মবিরতি

সিরাজগঞ্জ প্রতিনিধি
চার দফা দাবিতে সিরাজগঞ্জে নৌযান শ্রমিকদের বিক্ষোভ

চাঁদপুরে এমভি আল বাখেড়া জাহাজে নাবিকসহ সাত নৌযান শ্রমিক হত্যার প্রতিবাদে, দোষীদের কঠোর শাস্তি, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং নিরাপদ নৌপথ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নৌযান শ্রমিকেরা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন বাঘাবাড়ি শাখার উদ্যোগে উত্তরাঞ্চলের একমাত্র নৌবন্দর সিরাজগঞ্জের শাহজাদপুর বাঘাবাড়িতে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল ওহাব, বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন বাঘাবাড়ি শাখার সভাপতি মো. দাউদ ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. ফিরোজ আলম মাষ্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে চার দফা দাবি পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণে কোনো উদ্যোগ নেওয়া না হলে আজ রাত ১২টা ১ মিনিট থেকে সারাদেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতি শুরু হবে।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য