শেরপুরে বাজার মনিটরিংয়ে টাস্কফোর্সের বিশেষ অভিযান

শেরপুর প্রতিনিধি
শেরপুরে বাজার মনিটরিংয়ে টাস্কফোর্সের বিশেষ অভিযান

শেরপুরে বাজার নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স কমিটির উদ্যোগে একটি বিশেষ মনিটরিং অভিযান পরিচালিত হয়েছে। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমানের নেতৃত্বে শহরের নয়ানী বাজার এলাকায় চাল, কাঁচাবাজার এবং মনোহরির খুচরা ও পাইকারি বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী আশিক বাহার, জেলা কৃষি বিপণন কর্মকর্তা ফাতেমা খাতুন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান, ছাত্র প্রতিনিধি মনিবুজ্জামানসহ টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্য, সাংবাদিক এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অভিযান চলাকালে প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করা হয়। পাশাপাশি মালামালের চালান পরীক্ষা এবং ব্যবসায়ীদের নানাবিধ বিষয়ে সচেতন ও সতর্ক করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান বলেন, "এই টাস্কফোর্স নিয়মিত বাজার মনিটরিং করার উদ্দেশ্যে অভিযান পরিচালনা করছে। আজকের অভিযানে বাজার ঘুরে মূল্য তালিকা প্রদর্শন, নিষিদ্ধ পলিথিন ব্যবহার, পাটের বস্তার সঠিক ব্যবহার এবং ওজন মাপজোখ সঠিক কিনা তা পরীক্ষা করা হয়েছে। আজ শুধু ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। তবে ভবিষ্যতে আইনের ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

 

ভোরের আকাশ/রন

মন্তব্য