পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ

পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় মাদ্রাসার হলরুমে মাদ্রাসার পরীক্ষা নিয়ন্ত্রক সাবিনা ইয়াসমিন কলি আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

অনুষ্ঠানের সূচনা হয় মাদ্রাসার উপাধ্যক্ষ জনাব সিদ্দিকুর রহমানের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে। ফলাফল প্রকাশের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মুহা. মহিউদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আমীর, অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। তিনি শিক্ষার্থীদের সম্মাননা ক্যাপ ও প্রোগ্রেস রিপোর্ট প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আব্দুল্লাহীল মাহমুদ।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক চর্চার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীরা সন্তোষজনক ফলাফল অর্জন করায় উপস্থিত সকলে সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসাটি পিরোজপুর সদর উপজেলার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, যা একাধিকবার জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য