গাইবান্ধা জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলার সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত পুলিশ সুপার নিজ পরিচিতি প্রদান করেন এবং সাংবাদিকদের সঙ্গে পরিচিতি পর্ব সম্পন্ন করেন।
মতবিনিময়কালে পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি গণমাধ্যমকর্মীদের ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সংবাদকর্মীরা সমাজের দর্পণ। আইনশৃঙ্খলা রক্ষায় এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবার সহযোগিতা নিয়ে গাইবান্ধা জেলার উন্নয়নে কাজ করতে চাই।”
সভায় স্থানীয় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। পুলিশ সুপার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের প্রস্তাবগুলো মনোযোগ দিয়ে শোনেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) ধ্রুব জ্যোতির্ময় গোপসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ভোরের আকাশ/রন
মন্তব্য