রংপুরে প্রিপেইড মিটার সংযোগের বিরুদ্ধে মানববন্ধন

রংপুর প্রতিনিধি
রংপুরে প্রিপেইড মিটার সংযোগের বিরুদ্ধে মানববন্ধন

গণশুনানি ও প্রচারণা ছাড়াই প্রিপেইড মিটার সংযোগের প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে নগরীর কলেজ রোডস্থ নেসকোর প্রধান কার্যালয়ের সামনে বিদ্যুৎ গ্রাহক স্বার্থরক্ষা কমিটির ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংযোগ দেওয়া প্রিপেইড মিটার খুলে পুরাতন মিটার স্থাপনের দাবি জানান। তারা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বক্তব্য দেন সিপিবির জেলা সভাপতি ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন। সভাপতির বক্তব্যে তিনি প্রিপেইড মিটার সংযোগকে জনবিরোধী হিসেবে আখ্যায়িত করেন এবং গ্রাহকদের স্বার্থ রক্ষার আহ্বান জানান।

অন্যান্য বক্তাদের মধ্যে বিএনপি মহানগর আহ্বায়ক কমিটির সদস্য মির্জা বাবর বাবলু, বাসদ (মার্কসবাদী) রংপুরের আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু, এবং বামজোট রংপুরের সমন্বয়ক ও বাসদ জেলার আহ্বায়ক আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন। বক্তারা প্রিপেইড মিটার সংযোগের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন, যারা সবাই প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে একাত্মতা প্রকাশ করেন।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য