গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজারের হোমিওপ্যাথিক ওষুধ ব্যবসায়ী শামীম আহমেদের হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ঠাকুরের দিঘী এলাকায় প্রায় দু'ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করা হয়। এতে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।
অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানী, সাবেক ইউপি সদস্য মোজাহিদুল ইসলাম মৃদুল, এবং এলাকাবাসীর প্রতিনিধি মো. সোহেল রানা, রফিকুল ইসলাম মিলন, শামীম মন্ডল, জুয়েল রানা, রাশেদ মিয়া, হান্নান সরকার, আতাউর রহমান। নিহত শামীমের চাচা মাসুদ রানাও উপস্থিত থেকে বক্তব্য দেন।
বক্তারা শামীম আহমেদের হত্যাকাণ্ডে জড়িত কিশোর গ্যাংয়ের নেতা এবং তাদের সহযোগীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অবরোধের ফলে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে সবধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুল ইসলাম শাহীনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে।
উল্লেখ্য, গাইবান্ধা সদর উপজেলার উত্তর খোলাহাটী গ্রামের ডা. শফিউল ইসলাম রাঞ্জুর ছেলে শামীম আহমেদ গত ১৮ ডিসেম্বর কিশোর গ্যাংয়ের নেতা হাবিবুল্লাহ রিংকু, রাকিবুল হাসান জিম ও তাহসান স্বরূপের নেতৃত্বে বখাটেদের হামলায় গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ডিসেম্বর মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
ভোরের আকাশ/রন
মন্তব্য