মেলা বন্ধের দাবিতে এলাকাবাসী ও মুসল্লীদের বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জ প্রতিনিধি
মেলা বন্ধের দাবিতে এলাকাবাসী ও মুসল্লীদের বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর স্টেডিয়াম খেলার মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও মুসল্লিরা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর কলোনি মসজিদ থেকে মুসল্লিরা বের হয়ে তাৎক্ষণিক একটি প্রতিবাদ সমাবেশ করেন। পরে একটি বিক্ষোভ মিছিল মসজিদ প্রাঙ্গণ থেকে ষোলঘর খেলার মাঠের সামনের সড়ক প্রদক্ষিণ শেষে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় ষোলঘর কলোনি জামে মসজিদ, বনানীপাড়া মসজিদ ও মোহাম্মদপুর জামে মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহস্থানীয় এলাকাবাসী ও মুসল্লিরা অংশগ্রহণ করেন।

এসময় 'খেলার মাঠে মেলা নয়, খেলার মাঠে মেলা হলে প্রতিবাদ হবে দলে দলে, আবাসিক এলাকায় বাণিজ্য মেলা, মানি না - মানবো না' স্লোগান দেন প্রতিবাদী জনতা।

ষোলঘর এলাকার বাসিন্দা শিক্ষক ও সাংবাদিক লুৎফুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ষোলঘর কলোনি জামে মসজিদের ইমাম মাওলানা আবু তাহের মোহাম্মদ খালিদ, বনানীপাড়া জামে মসজিদের ইমাম হাফিজ মোহাম্মদ জিল্লুর রহমান, মোহাম্মদপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওয়াদুদ নোমান, মাওলানা মতিউর রহমান, ষোলঘর কলোনি জামে মসজিদের সিনিয়র সদস্য আব্দুল রব চৌধুরী, ষোলঘর কলোনি মসজিদের সাধারণ সম্পাদক আব্দুল হাই, মসজিদের ক্যাশিয়ার জিয়াউর রহমান পীর, স্থানীয় এলাকার বাসিন্দা সিজাজুল ইসলাম সিরাজ, আবুল কালাম, অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট মাসুদুল হক সুমেল প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, খেলার মাঠে কোনোভাবেই বাণিজ্য মেলা কাম্য নয়। আমরা দেখেছি প্রতি বছর এখানে মেলার আড়ালে চলে অশ্লীল নৃত্য, উচ্চস্বরে মাইক বাজানোসহ সড়ক জ্যামে এলাকার পরিবেশ বিনষ্ট হয়। এখানে মেলা হলে ষোলঘর, আলীপাড়া, বনানীপাড়া, বলাকা, বিলপাড়, মোহাম্মদপুরসহ আশপাশ এলাকার বাসিন্দাদের চরম ভোগান্তিতে পোহাতে হয়। বাণিজ্যমেলা অন্যত্র স্থানান্তরের দাবি জানান তাঁরা৷ এলাকায়বাসীর দাবি উপেক্ষা করে মেলা আয়োজন বন্ধ না করলে সাধারণ মানুষদের সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের পাশাপাশি আইনী লড়াইয়ের হুশিয়ারি দেন বক্তারা।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য