পিরোজপুরে মধ্যরাস্তা যুব সংঘের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পিরোজপুর বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পিরোজপুর, ঝালকাঠী ও বাগেরহাটের বিভিন্ন উপজেলা থেকে ৮ দলের মধ্যে থেকে আজ ফাইনালে নির্ধারিত সময়ে পিরোজপুর উদয়কাঠী যুব সংঘকে বাগেরহাট শরণখোলা ক্রীড়া চক্র ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা মহিলা দলের উপদেষ্টা জাকিয়া আসলাম, আসলাম শেখ প্রমুখ।
খেলা শেষে বিজয়ী দল ও রানার্সআপ দলকে ট্রফি এবং পুরস্কার তুলে দেন যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা ও ছাত্রদল নেতা বদিউজ্জামান শেখ রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/রন
মন্তব্য