পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে পিরোজপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা কবি হাছিবুর রহমানের লেখা ও এমডি রাহাতের সুর ও কণ্ঠে “যুদ্ধ হয়নি শেষ” দেশাত্মবোধক গানের প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ২৪ জুলাইয়ের আন্দোলনে শহীদদের স্মরণে উক্ত গানটিতে ভাষা আন্দোলন থেকে একাত্তর পর্যন্ত এবং ২৪ সালের গণঅভ্যুত্থানের পরেও আমাদের এই প্রাণের দেশটি বিভিন্ন সময়ে দেশীয় এবং আন্তর্জাতিক আগ্রাসনের বিরুদ্ধে নবপ্রজন্মকে উজ্জীবিত করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গানের প্রথম প্রদর্শনীর উদ্বোধন করেন পিরোজপুর গণপূর্ত বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খায়রুজ্জামান সবুজ। বিশেষ অতিথি ছিলেন টগড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আব্দুল্লাহীর মাহমুদ, জেলা জাসাসের সভাপতি জাহিদুল ইসলাম, পিরোজপুর সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক সোহরাব হোসেন জুয়েল, প্রেসক্লাবের সভাপতি এড. রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজীদ রশিদ বাপ্পী, পিরোজপুর সাহিত্য পরিষদের সভাপতি কবি দেলোয়ার হোসেন আলম। সভাপতিত্ব করেন বাবুই এর পরিচালক মেহেদী হাসান, বাবুই পাঠাগারের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক আলিফ আহমেদ রাজিব প্রমুখ।
ভোরের আকাশ/রন
মন্তব্য