জামালপুরে জুলাই স্মৃতি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ট্রাই সিরিজ টুর্নামেন্ট উদ্বোধন

জামালপুর প্রতিনিধি
জামালপুরে জুলাই স্মৃতি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ট্রাই সিরিজ টুর্নামেন্ট উদ্বোধন

জামালপুরে জুলাই স্মৃতি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ট্রাই সিরিজ টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় শহরের জিলা স্কুল মাঠে জামালপুর জেলা ক্রিকেট ক্লাব এসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর জেলা ক্রিকেট ক্লাব এসোসিয়েশনের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম. আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সদ্যর বাবা মো. আক্তারুজ্জামান লিটন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস, সদস্য সচিব আবিদ সৌরভসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, পতিত স্বৈরাচার সরকার খেলাধুলার পরিবেশকেও ধ্বংস করে দিয়েছিল। নিয়মিত খেলাধুলা আয়োজনের মধ্য দিয়ে আবার আগের মতো খেলোয়াড় ও ক্রীড়ামোদী তৈরি করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জামালপুর জেলার ১৭ জন শহীদের স্মরণে এই আন্তর্জাতিক ট্রাই সিরিজ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। পরে শহীদ সদ্যর বাবা মো. আক্তারুজ্জামান অতিথিদের নিয়ে ট্রাই সিরিজ টুর্নামেন্টের উদ্বোধন করেন। টুর্নামেন্টে ঢাকার সাইক ক্রিকেটার্স, নেপালের নেক্সাস ক্রিকেট একাডেমি ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থা অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে নেক্সাস ক্রিকেট একাডেমি বনাম জামালপুর ক্রীড়া সংস্থার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নেক্সাস ক্রিকেট একাডেমি নেপালকে ৭ উইকেটে পরাজিত করে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা।

আগামীকাল ঢাকার সাইক ক্রিকেটার্স বনাম জামালপুর জেলা ক্রীড়া সংস্থার খেলা অনুষ্ঠিত হবে। আগামী ৩০ ডিসেম্বর একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য