ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো, তবে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ জানুয়ারি। দীর্ঘ ১২ বছর পর অনুষ্ঠিতব্য সম্মেলন সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছিল বর্তমান আহবায়ক কমিটি। অপরদিকে, সম্মেলনে বিরোধিতা করে আসছিলো জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি এবং সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনসহ একাংশের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির একাংশের উদ্যোগে সমাবেশে নেতারা এই সম্মেলন বাতিলের দাবি জানান। এ সময় নির্যাতিত ও ত্যাগীদের বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির চলমান রাজনীতি নিয়ে ক্ষোভ ঝেড়ে বক্তারা বলেন, প্রত্যেক উপজেলায় ত্যাগীদের বঞ্চিত করে পকেটের লোক দিয়ে দল ভারী করার পাঁয়তারা চলছে। কেন্দ্রীয় বিএনপির মহাসচিব, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদককে জানানো হয়েছে। দলের ৯০ ভাগ ত্যাগী, নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে সম্মেলন কখনো স্বচ্ছ হবে না।
বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি অবস্থানের কারণে অবশেষে সম্মেলনের তারিখ পিছিয়ে আগামী ১৮ জানুয়ারি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ ভোটারদের অনুরোধে অধিকতর প্রস্তুতির লক্ষ্যে ২৮শে ডিসেম্বরের পরিবর্তে আগামী ১৮ই জানুয়ারি ২০২৫ তারিখে সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে, আগামী ২৮ ডিসেম্বর সম্মেলনের তারিখ ঘোষণার পর সম্মেলন সফল করতে তৎপর ছিলো আহবায়ক কমিটির নেতা-কর্মীরা। সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখার কথা ছিলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। সম্মেলন সফল করতে ৮টি উপ-কমিটি গঠন করা হয়।
ভোরের আকাশ/রন
মন্তব্য