চসিকের অধীনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়

আইনি লড়াইয়ের পর সুরাহা

চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চসিকের অধীনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পরিচালনা দায়িত্ব পুনরায় গ্রহণ করতে যাচ্ছে। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ট্রাস্ট গঠনের অনুমোদনের চিঠি চ্যালেঞ্জ করে আওয়ামী লীগ নেতা ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর করা রিটের প্রেক্ষিতে দেওয়া রায়ের কার্যকারিতা আপিল বিভাগের চেম্বার জজ আদালত স্থগিত করেছেন।

গত ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) বিচারপতি মো. রেজাউল হক এই স্থগিতাদেশ দেন। এটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের দায়ের করা সিভিল পিটিশন ফর লিভ টু আপিল মামলার শুনানিতে প্রদান করা হয়। আইনজীবীরা বলছেন, এই স্থগিতাদেশের ফলে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় পরিচালনায় চসিকের অধীনে আর কোনো আইনি বাধা নেই।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পক্ষে মামলায় অংশ নেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, যাকে সহায়তা করেন অ্যাডভোকেট এম মোছাদ্দেক বিল্লাহ। অন্যদিকে, এবিএম মহিউদ্দিন চৌধুরী ও তার পরিবারের পক্ষে মামলায় যুক্ত ছিলেন ব্যারিস্টার নওশাদ জমীর এবং অ্যাডভোকেট নকিব সাইফুল্লাহ।

জানা গেছে, ২০১৭ সালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চসিকের অধীনে পরিচালনা না রাখার বিষয়ে দেওয়া রায়ের বিরুদ্ধে তৎকালীন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কোনো আপিল করেনি। পরবর্তীতে প্রফেসর এএসএম ফায়েজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবং ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম সিটির মেয়র হওয়ার পর, বিশ্ববিদ্যালয়টি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে ২০১৭ সালের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল মামলা দায়ের করা হয়।

চসিক সূত্রে জানা যায়, ৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে একটি পত্র পাঠিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পরিচালনা চসিকের নেতৃত্বে গঠিত ট্রাস্টি বোর্ডের তত্ত্বাবধানে রাখার অনুমতি চাওয়া হয়। পাশাপাশি, ৬ ডিসেম্বর শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন, উপ–উপাচার্য কাজী শামীম সুলতানা এবং কোষাধ্যক্ষ তৌফিক সাঈদ পদত্যাগ করেন।

চসিকের দাবি, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এটি চসিকের ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। চসিক মেয়র পদাধিকার বলে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তবে ২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল নিজেকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করে বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ গ্রহণ করেন, যা চসিকের মতে, অন্যায় ছিল।

২০০০ সালে প্রবর্তক মোড়ের হিজরা খালের নালার পাশে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রথম ভবন নির্মাণ করা হয়। প্রথমে ভবনটির নিচতলা দোকান ভাড়া দেওয়ার জন্য ব্যবহার করা হয়। পরে কর্পোরেশনের তত্ত্বাবধানে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় ইনস্টিটিউট অব বিজনেস টেকনোলজি স্থাপন করা হয়। ২০০২ সালে এটি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। বর্তমানে জিইসি, ওয়াসা এবং হাজারী গলিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য