সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ছাড়া চব্বিশের বিপ্লবের চেতনা বাস্তবায়ন সম্ভব নয়

- বরিশালে মাওলানা নেছার উদ্দিন

বরিশাল ব্যুরো
সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ছাড়া চব্বিশের বিপ্লবের চেতনা বাস্তবায়ন সম্ভব নয়
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন বলেছেন, "আমাদের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু তারা জানত না যে আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।" তিনি উল্লেখ করেন, যখন জালিম শাসকগোষ্ঠী সীমা ছাড়িয়ে গিয়েছিল, তখন সাধারণ জনতার গণআন্দোলনের মাধ্যমে দুই সহস্রাধিক মানুষের জীবন ও বহু মানুষের অঙ্গহানির বিনিময়ে স্বৈরশাসকের পতন ঘটে।

তিনি বলেন, "আর কোনো রক্তপাত আমরা চাই না। আমরা চাই, আগামী দিনে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য পীর সাহেব চরমোনাই ঘোষিত সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর পদ্ধতি) জাতীয় নির্বাচন আয়োজন করা হোক।"

গতকাল শনিবার বিকেল ৩টায় মুলাদী পৌরসভা চত্বরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুলাদী পৌরসভা শাখার উদ্যোগে "শায়েখ ফজলুল করীম রহ.-এর জীবন ও কর্ম" শীর্ষক আলোচনা সভা ও তৃণমূল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

মাওলানা নেছার উদ্দীন আরো বলেন, "সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ছাড়া ২০২৪ সালের বিপ্লবের জনআকাঙ্ক্ষা পুরোপুরি বাস্তবায়ন সম্ভব নয়। সুতরাং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিকে জোরদার করুন।" তিনি তৃণমূল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, হাতপাখার পক্ষে জনমত গঠনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে।

তৃণমূল সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল-আমীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সহ-সভাপতি মাওলানা ইদরীস আলী, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ও মুলাদীর মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, ইসলামী যুব আন্দোলনের বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ সানাউল্লাহ, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা সভাপতি আলহাজ্ব এফএম মাইনুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর সভাপতি এইচ এম আলমগীর হোসেন।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য