ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া নারী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর ইউনিয়নের অষ্টমগ্রাম এলাকার আব্দুল বারেক মিয়ার মেয়ে তাহমিনা সরকার। জানা যায়, রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় সবুজ বাংলা হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান জানান, ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/রন
মন্তব্য