এক জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উন্নয়নমূলক নানা কর্মসূচি হাতে নিয়েছে বরগুনা জেলা ছাত্রদল। কর্মসূচির প্রথম দিনের অংশ হিসেবে রাস্তার স্পিড ব্রেকারে রং দিতে গভীর রাতে রাস্তায় নেমেছেন সংগঠনটির একাধিক নেতাকর্মী।
রবিবার (২৯ ডিসেম্বর) রাতে বরগুনা পৌর শহরের শতাধিক স্পিড ব্রেকারে সাদা রং দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় বরগুনা জেলার আওতাধীন সকল ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীদের সামাজিক ও মানবিক কাজের জন্য আহ্বান জানিয়েছেন বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। পাশাপাশি যেখানে অন্যায়, অনিয়ম ও দুর্নীতি হবে, সেখানে ছাত্রদলের নেতাকর্মীদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
মোটরসাইকেল আরোহী কাশেম হাওলাদার বলেন, "স্পিড ব্রেকার আছে, কিন্তু বোঝা যাচ্ছে না। এ কারণে বিভিন্ন সময়ে অনেক দুর্ঘটনার শিকার হয়েছে স্থানীয় সাধারণ জনগণ। ছাত্রদলের এমন মহান উদ্যোগের জন্য তাদেরকে সাধুবাদ জানাই।"
বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রনি বলেন, "বরগুনার সাধারণ মানুষকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং বরগুনার সৌন্দর্য উন্নয়নে আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।"
বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব বলেন, "শীতের মৌসুমে বরগুনার বেশিরভাগ রাস্তা কুয়াশাচ্ছন্ন থাকে। তাই বেশিরভাগ স্পিড ব্রেকার চোখে না দেখার কারণে অনেক সড়ক দুর্ঘটনা ঘটে। এক জানুয়ারি বাংলাদেশ ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর শতাধিক স্পিড ব্রেকারে সাদা রং দেওয়ার কর্মসূচি গ্রহণ করে তা বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।"
ভোরের আকাশ/রন
মন্তব্য