পিরোজপুরের নাজিরপুরে জান্নাতুল ফেরদাউস (২০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। তিনি উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামভদ্রা গ্রামের মো. ইসমাইল হোসেনের স্ত্রী।
রোববার (২৯ ডিসেম্বর) রাতে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত জান্নাতুল ফেরদাউস বাগেরহাটের চিতলমারী উপজেলার শৈলদাহ গ্রামের গোলাম মোস্তাফার কন্যা।
নিহতের মা পারভীন বেগমের দাবি, তার মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, গত আড়াই বছর আগে তার কন্যার সাথে ইসমাইলের বিয়ে হয়। বিয়ের সময় স্বামীর পরিবারের চাহিদা অনুযায়ী যৌতুক দেওয়া হয়। তারপরও বিয়ের পর বিভিন্ন সময় স্বামী আরও যৌতুকের দাবিতে তাকে মারধরসহ পরিবারের লোকজন বিভিন্নভাবে নির্যাতন করতো। তারই ধারাবাহিকতায় তাকে হত্যা করে নিজ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, রোববার রাতে তাকে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিপন পাল বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
নিহতের স্বামী ইসমাইল হোসেন বলেন, তার স্ত্রী নিজ ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। তাকে ঘরে ঝুলন্ত অবস্থায় পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া জানান, এ ঘটনার অভিযোগে গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ভোরের আকাশ/রন
মন্তব্য