ঠাকুরগাঁওয়ে আয়োজিত জামায়াতের কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, যারা খুন-গুম করেছেন, লুণ্ঠন ও চুরি করেছেন এবং দেশের ২৬ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, তাদের বিচার হতে হবে। দেশের জনগণের টাকাগুলো বিদেশ থেকে ফেরত এনে জনকল্যাণে ব্যয় করা প্রয়োজন।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ ১৭ বছর পর ঠাকুরগাঁওয়ে এ ধরনের প্রকাশ্য কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো মানুষ অংশ নেন।
ডাঃ শফিকুর রহমান বলেন, “আওয়ামী লীগ হুমকি-ধমকি দিচ্ছে এবং ফের ক্ষমতায় ফিরে আসার কথা বলছে। কিন্তু আমরা বলতে চাই, তাদের অধ্যায় শেষ হয়ে গেছে। তারা যেভাবে জনগণের উপর জুলুম-নিপীড়ন চালিয়েছে, তা বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সংখ্যালঘুদের সম্পদ লুণ্ঠন, জায়গা দখল এবং তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করার মতো কাজ করে নিজেদের স্বার্থ হাসিল করেছে। অথচ তারা এসব অন্যায়ের দায় ইসলামপন্থীদের ওপর চাপানোর চেষ্টা করেছে।
মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “ভারতের প্রধানমন্ত্রী বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস হিসেবে টুইট করেছেন, কিন্তু বাংলাদেশের নাম উল্লেখ করেননি। তখন এদেশের চেতনার কথা বলা লোকেরা কেন চুপ থাকে? সীমান্তে ফেলানীর লাশ ঝুলে থাকা কিংবা বর্ডারে নিরীহ মানুষ হত্যার সময় তাদের চেতনা কোথায় থাকে?”
ভারতের ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “আমরা প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চাই। কিন্তু তারা যেন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে। বাংলাদেশের জনগণ নিজের ভাগ্য নির্ধারণ করবে, কারও লবণ দিয়ে নয়।”
সম্মেলনে জামায়াতের আদর্শের ওপর আলোকপাত করে তিনি বলেন, “আমরা চাই একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত এবং মানবিক বাংলাদেশ। দেশের সকল মানুষের একত্রিত প্রচেষ্টায় আমরা সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে চাই।”
সম্মেলনে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এবং সাবেক আমীর মাওলানা আব্দুল হাকিম।
ভোরের আকাশ/রন
মন্তব্য