গাইবান্ধায় বিএনপির নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা সদর উপজেলার পুরাতন স্টেশন বাদিয়াখালী বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগীরা তাদের অভিযোগ তুলে ধরেন। বক্তব্য দেন শ্রী বিপুল সাহা, দিদারুল ইসলাম, মো. ফিরোজ মিয়া, মো. মামুন মিয়াসহ অন্যান্যরা। তাদের বক্তব্যে সংহতি প্রকাশ করেন বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।
বক্তারা জানান, গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম রহমান সুমন ও তার সন্ত্রাসী বাহিনী সংখ্যালঘুসহ সাধারণ মানুষের জমি দখল এবং চাঁদাবাজি করে চলেছেন। বিএনপির পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি।
তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচার হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। জনগণ শান্তিতে বসবাসের স্বপ্ন দেখেছিল, কিন্তু এখন জমি দখল ও চাঁদাবাজির মতো কর্মকাণ্ডে মানুষের জীবন অশান্ত হয়ে উঠেছে।"
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, "এখনই লাগাম টেনে না ধরলে সাধারণ জনগণের মধ্যে বিএনপির প্রতি আস্থা ভেঙে পড়বে। গোলাম রহমান সুমনকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।"
বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক তার বক্তব্যে বলেন, "আজ যারা সাধারণ মানুষের জমি দখল ও চাঁদাবাজি করছেন, তারা বিএনপিতে অনুপ্রবেশকারী। বিএনপির নাম ভাঙিয়ে যারা অপকর্ম করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।"
এ মানববন্ধনের মাধ্যমে বক্তারা বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোরালো আহ্বান জানান।
ভোরের আকাশ/রন
মন্তব্য