সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ বোতল মদ, ৬১ বোতল ফেনসিডিলসহ প্রায় ৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) ভোমরা, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা এবং চান্দুরিয়া সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল আটক করে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করে। ভোমরা বিওপির সদস্যরা লক্ষীদাড়ি এলাকা থেকে ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে। কুশখালী বিওপির সদস্যরা শ্মশানঘাট থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
তলুইগাছা বিওপির সদস্যরা দক্ষিণ কেড়াগাছি মাঠ এলাকা থেকে ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে। কাকডাঙ্গা বিওপির সদস্যরা ভাদিয়ালী কবরস্থান থেকে ৬ বোতল ভারতীয় মদ এবং ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে।
মাদরা বিওপির সদস্যরা ভাদিয়ালী এলাকা থেকে ১০ বোতল ভারতীয় মদ আটক করে। চান্দুরিয়া বিওপির সদস্যরা দুটি পৃথক অভিযান চালিয়ে কাদপুর এবং গোয়ালপাড়া এলাকা থেকে ৯ বোতল ভারতীয় মদ এবং ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে।
কাকডাঙ্গা বিওপির সদস্যরা দখলের মোড় থেকে ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। মাদরা বিওপির সদস্যরা ভাদিয়ালী এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।
অভিযানের সার্বিক ফলাফল অনুযায়ী, বিজিবি মোট ৩ লাখ ৭১ হাজার ৯০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।
বিজিবি অধিনায়ক জানান, চোরাকারবারীদের কাছ থেকে জব্দকৃত মালামাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পাচার করার সময় উদ্ধার করা হয়। এসব মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা করা হয়েছে এবং মাদকদ্রব্যগুলো সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য স্টোরে জমা করা হয়েছে।
ভোরের আকাশ/রন
মন্তব্য