চট্টগ্রাম, চকবাজার

কাঁচাবাজারের দ্বিতীয় তলায় সবজি বাজার

ভোরের আকাশে সংবাদ প্রকাশের পর

চট্টগ্রাম জেলা প্রতিনিধি
কাঁচাবাজারের দ্বিতীয় তলায় সবজি বাজার

দীর্ঘ পাঁচ বছর ধরে খালি পড়ে থাকা চকবাজার কাঁচাবাজারের দ্বিতীয় তলা অবশেষে চালু হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সেখানে ভাসমান সবজি ব্যবসায়ীদের আগামী পাঁচ মাস বিনামূল্যে ব্যবসা করার সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি, তাদের পুনর্বাসনের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

বুধবার (১ জানুয়ারি) সকালে চকবাজার কাঁচাবাজারের দ্বিতীয় তলার সবজি বাজারের উদ্বোধন করেন মেয়র। উদ্বোধনকালে তিনি বাজার পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।

এর আগে, ২৫ ডিসেম্বর দৈনিক ভোরের আকাশের অনলাইন ভার্সনে ‘৬ কোটি টাকার চসিকের বাজার খালি ৫ বছর’ এবং ২৭ ডিসেম্বর পত্রিকায় ‘চসিকের বাজার কাজে আসছে না’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদন প্রকাশের মাত্র এক সপ্তাহের মধ্যেই চট্টগ্রাম সিটি করপোরেশন দ্রুত উদ্যোগ নিয়ে বাজার চালু করে।

দ্বিতীয় তলায় সবজি বাজার চালু হওয়ায় এবং রাস্তায়-ফুটপাত দখলমুক্ত হওয়ায় এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তাদের ভাষায়, এর আগের মেয়ররা বহু উদ্যোগ নিলেও দ্বিতীয় এবং তৃতীয় তলা চালু করতে ব্যর্থ হন। কিন্তু বর্তমান মেয়র দায়িত্ব নেওয়ার মাত্র দুই মাসের মধ্যেই একটি তলা চালু করেছেন, যা প্রশংসনীয়।

চকবাজার কাঁচাবাজারটি ২০১৯ সালের ৯ ডিসেম্বর উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর নিচতলা চালু হলেও দ্বিতীয় ও তৃতীয় তলা চালু হয়নি। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগের অভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন বরাদ্দপ্রাপ্ত দোকান মালিকরা।

বাজার খালি থাকার সুযোগে রাস্তা ও ফুটপাত দখল করে বছরের পর বছর বাণিজ্য চলছিল। এই পরিস্থিতি মোকাবিলায় গত ২১ ডিসেম্বর এবং ৮ ডিসেম্বর সিটি করপোরেশন দুটি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার নেতৃত্ব দেন মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী।

অভিযানের পর মেয়রের পক্ষ থেকে জানানো হয়, চকবাজার কাঁচাবাজারের দ্বিতীয় ও তৃতীয় তলা ভাসমান ব্যবসায়ীদের জন্য পাঁচ মাস বিনামূল্যে ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে।

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, "ক্লিন, গ্রীন ও হেলদি সিটি গড়ার লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। এর অংশ হিসেবে প্রতিদিন রাতে বিভিন্ন ওয়ার্ডে রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। চকবাজার ঐতিহ্যবাহী একটি বাজার। অতীতে রাস্তা ও ফুটপাতে বাজার বসানোর কারণে মানুষের চলাচল ব্যাহত হতো এবং যানজট তৈরি হতো। বর্তমান উদ্যোগের ফলে এলাকাবাসী কিছুটা স্বস্তি পেয়েছে। আমরা এই পরিবেশ অক্ষুণ্ন রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কেউ যেন রাস্তা-ফুটপাত দখল করে ব্যবসা করতে না পারে, সেজন্য নিয়মিত তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।"

দৈনিক ভোরের আকাশের প্রতিবেদন প্রকাশের পর দ্রুত কার্যকরী পদক্ষেপ নিয়ে চকবাজার কাঁচাবাজারের দ্বিতীয় তলা চালু করায় সিটি করপোরেশনের উদ্যোগ প্রশংসা পাচ্ছে। এটি শুধু ব্যবসায়ীদের জন্য নয়, এলাকাবাসীর জন্যও একটি স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য