চট্টগ্রামে

ডেঙ্গু পরিস্থিতি ২০২৪: আক্রান্ত ৪৩২৩, মৃত্যু ৪৫

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
ডেঙ্গু পরিস্থিতি ২০২৪: আক্রান্ত ৪৩২৩, মৃত্যু ৪৫

২০২৪ সালে চট্টগ্রাম মহানগর ও ১৫ উপজেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৩ জন, যার মধ্যে মৃত্যু হয়েছে ৪৫ জনের। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি হলেও, মৃত্যুর হার নারীদের মধ্যে বেশি। মহানগরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উপজেলাগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

নতুন বছরের শুরুতেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন—এদের মধ্যে ১ জন পুরুষ, ২ জন নারী এবং ১ জন শিশু। বুধবার (১ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৪ হাজার ৩১৮ জনের মধ্যে ২ হাজার ২৮৬ জন পুরুষ, ১ হাজার ২৪০ জন নারী এবং ৭৯২ জন শিশু। মহানগরে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৪০ জন এবং উপজেলায় ১ হাজার ৫৭৮ জন।ডেঙ্গুতে মৃত ৪৫ জনের মধ্যে পুরুষ ১৬ জন, নারী ২৪ জন এবং শিশু ৫ জন।

মাসভিত্তিক আক্রান্ত ও মৃত্যুর হার

২০২৪ সালে মাসভিত্তিক আক্রান্তের সংখ্যা:

  • জানুয়ারি: ৩৯ জন
  • ফেব্রুয়ারি: ২৫ জন
  • মার্চ: ২৮ জন
  • এপ্রিল: ১৮ জন
  • মে: ১৭ জন
  • জুন: ৪১ জন
  • জুলাই: ১৯৮ জন
  • আগস্ট: ২০২ জন
  • সেপ্টেম্বর: ৯০৭ জন
  • অক্টোবর: ১ হাজার ৪৩০ জন (সর্বোচ্চ আক্রান্ত)
  • নভেম্বর: ১ হাজার ২৮ জন (সর্বোচ্চ মৃত্যু)
  • ডিসেম্বর: ৩৬০ জন

জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছিল।

উপজেলা পর্যায়ের পরিস্থিতি

১৫ উপজেলায় মোট ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৫৮০ জন। সিভিল সার্জনের প্রতিবেদন অনুযায়ী, আক্রান্তের সংখ্যা উপজেলাভেদে নিম্নরূপ:

  • লোহাগাড়া: ২২৪ জন
  • সাতকানিয়া: ১৭১ জন
  • বাঁশখালী: ৯৯ জন
  • আনোয়ারা: ৬০ জন
  • চন্দনাইশ: ৯৩ জন
  • পটিয়া: ১০৯ জন
  • বোয়ালখালী: ৫৪ জন
  • রাঙ্গুনিয়া: ৪১ জন
  • রাউজান: ১৭৫ জন
  • ফটিকছড়ি: ৫৪ জন
  • হাটহাজারী: ৬৭ জন
  • সীতাকুণ্ড: ২৭৭ জন
  • মিরসরাই: ৫৪ জন
  • সন্দ্বীপ: ২০ জন
  • কর্ণফুলী: ৭৮ জন

২০২৩ সালে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১৪ হাজার ৮৭ জন, মৃত্যু হয়েছিল ১০৭ জনের। ২০২২ সালে আক্রান্ত হয়েছিলেন ৫ হাজার ৪৪৫ জন, মৃত্যু হয়েছিল ৪১ জনের। ২০২১ সালে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ২৭১ জন, মৃত্যু হয়েছিল ১ জনের।

২০২৪ সালে চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হলেও, বিশেষত নারীদের মধ্যে মৃত্যুর হার উদ্বেগজনক। মহানগর ও উপজেলার সংক্রমণ হ্রাসে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য