ফেনীতে

তারুণ্যের উৎসব

বর্ণাঢ্য শোভাযাত্রা

ফেনী জেলা প্রতিনিধি
তারুণ্যের উৎসব

'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই'—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ফেনীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকালে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এটির উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অভিষেক দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, এবং ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসন, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, "তারুণ্যের এ উৎসবের মাধ্যমে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মূল লক্ষ্য শিক্ষার্থী ও তরুণদের প্রাধান্য দিয়ে নতুন চিন্তা-চেতনা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া।"

 

ভোরের আকাশ/রন

মন্তব্য