ফেনীতে

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ফেনী জেলা প্রতিনিধি
ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ফেনীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ জানুয়ারি) দুপুরে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ওয়াপদা মাঠ থেকে র‍্যালীটি শুরু হয়। র‍্যালীটি শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ট্রাংক রোড ও কলেজ রোড প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।

ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদ প্রমুখ।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য