পিরোজপুরে

সিটিস্ক্যাপ ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন মোঃ মিজানুর রহমান

পিরোজপুর প্রতিনিধি
সিটিস্ক্যাপ ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন মোঃ মিজানুর রহমান

দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান সিটিস্ক্যাপ ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন পিরোজপুরের কৃতি সন্তান মোঃ মিজানুর রহমান।

মিজানুর রহমান পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৯৯১ সালের ব্যাচের ছাত্র। তিনি চট্টগ্রামের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ (ইউএসটিসি) এর প্রথম ব্যাচের ছাত্র এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) ছিলেন।

তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত এবং বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। তার মধ্যে উল্লেখযোগ্য রেজিস্ট্যান্স ঢাকা ইউনাইটেড (আরডিইউ)-এর চিফ অ্যাডভাইজার এবং "আমরা ধানমন্ডিবাসী" সংগঠনের উপদেষ্টা হিসেবে তার ভূমিকা।

এছাড়াও, তিনি ঢাকাস্থ "পরিবর্তনের ছাত্ররা" সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সংগঠনের মাধ্যমে তিনি বিভিন্ন মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।

তার গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকরি ইউনিয়নের ইকরি গ্রামে। তিনি দুই পুত্র এবং এক কন্যা সন্তানের জনক।

তার সহধর্মিণী শবনম পারভিন চট্টগ্রামের ঐতিহ্যবাহী পরিবার অ্যাডভোকেট ফয়জুর রহমান এবং রত্নগর্ভা হোসনে আরা বেগমের সর্বকনিষ্ঠ কন্যা। তিনি ঢাকার ওয়ান ব্যাংকের কর্পোরেট হেড অফিসে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য