ফেনীতে

সিটি গার্লস স্কুলে কৃতীদের সংবর্ধনা প্রদান

ফেনী জেলা প্রতিনিধি
সিটি গার্লস স্কুলে কৃতীদের সংবর্ধনা প্রদান

ফেনী সিটি গার্লস স্কুলে ৩য় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড এবং রচনা প্রতিযোগিতা ২০২৪-এ বিজয়ী কৃতীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) স্কুল প্রাঙ্গণে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান।

ফেনী সিটি গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম মামুনুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক গোলাম মোঃ বাতেন, প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি আবদুল হান্নান, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী সাইদুর রহমান জুয়েল, সমাজসেবক কেবিএম শাহজাহান সাজু এবং ইদ্রিছ-নাহার ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা ওমর ফারুক।

ফেনী সেন্ট্রাল পাবলিক স্কুলের অধ্যক্ষ জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শহরের ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩য় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে ৯৮ জন এবং রচনা প্রতিযোগিতা ২০২৪-এ বিজয়ী ৯০ জনকে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য