মিডিয়া পার্টনার দৈনিক ভোরের আকাশ

ফেনীতে স্বপ্ননিয়ে স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

ফেনী প্রতিনিধি:
ফেনীতে স্বপ্ননিয়ে স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

'খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল' এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনী সদরের ধলিয়া ইউনিয়নের বাগেরহাট এলাকায় স্বপ্ননিয়ে স্পোর্টিং ক্লাবের আয়োজনে রাত্রীকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

গত শুক্রবার (৩ জানুয়ারি) রাতে ক্লাব সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বপ্ননিয়ে (মানবতার কল্যাণে) এর সভাপতি মো: আবদুল আজিজ সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম। মনিরুল ইসলাম মুরাদ ও ইমাম হাসান অপুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল খায়ের লিংকন, ৮নং ধলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ফোরকান, সাধারণ সম্পাদক মো: নুর নবী, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম।

ফাইনাল খেলার পুরো সময় জুড়ে দুটি দল গোলশূন্য ড্র থাকায় খেলা ট্রাইবেকারে গড়ায়।ট্রাইবেকারে স্বপ্ননিয়ে ওয়ারিয়র্স ১-০ গোলে বাগেরহাট টাইটান্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

খেলা পরিচালনা করেন সাজেদুল্লাহ রনি। টুর্নামেন্টে স্পন্সর হিসেবে ছিল- প্রগতি লাইফ ইনসুরেন্স কোম্পানী লিমিটেড, ইসরাত ট্রেডার্স, দিদার মেটাল এন্ড ওয়ার্কসপ, কন্ট্রাকটর কাজী সিরাজ । মিডিয়া পার্টনার হিসেবে ছিল –দৈনিক ভোরের আকাশ, কাজী টিভি, দৈনিক স্টার লাইন। 

স্বপ্ননিয়ে (মানবতার কল্যাণে) এর সভাপতি মো: আবদুল আজিজ সেলিম জানান, যুব ও তরুণ সমাজকে মাদক ও অনাচার থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা ও ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ-সম্প্রীতি রচিত হয় । সামনের দিকেও আমাদের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে'।

ভোরের আকাশ/ সু

মন্তব্য