সুনামগঞ্জের দিরাইয়ে লোকনাথ-সরলা-কুমুদ-রেবা ও কুলসুম বিবি প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (৪ জানুয়ারী, ২০২৫) সকাল ১০টায় উপজেলা গণমিলনায়তনে লোকনাথ-সরলা ফাউন্ডেশনের সদস্য সচিব মনোজ কান্তি পুরকায়স্থের সভাপতিত্বে, উদীচী শিল্পীগোষ্ঠী দিরাইয়ের সাধারণ সম্পাদক অনুপম দাস ও অনির্বাণ সাংস্কৃতিক সংসদের নৃত্য প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সুচি রায়ের যৌথ পরিচালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, শুকুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রিপ্রা রায়, ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, বাসুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাধীন চৌধুরী, শব্দ সিঁড়ি সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ইমামুল ইসলাম রানা, কবি মিজানুর রহমান প্রমুখ।
সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ, স্কুল ব্যাগ ও সনদপত্র তুলে দেন অতিথিরা। পরে স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ধামাইল গান পরিবেশন করেন।
পুরস্কারপ্রাপ্ত দীপা বলেন, “আমি লোকনাথ এবং কুলসুম বিবি বৃত্তি পেয়েছি। আজ একসঙ্গে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র, নগদ অর্থ এবং স্কুল ব্যাগ পুরস্কার হিসেবে পেয়ে সত্যিই আমার খুব ভালো লাগছে।”
ভোরের আকাশ/রন
মন্তব্য