চাঁদাবাজ, টেন্ডারবাজ ও লুটপাটকারীদের বিএনপিতে কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা এম আনোয়ারুল ইসলাম পলাশ।
তিনি বলেন, "আপনি যত বড় নেতাই হন না কেন, অন্যায় করলে দল আপনাকে ন্যূনতম ছাড় দেবে না।"
রবিবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় নাজিরপুর প্রেসক্লাবের হল রুমে নাজিরপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম আনোয়ারুল ইসলাম পলাশ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, "তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে। তাই জনগণের মন জয় করে চলতে হবে। যে কাজে জনগণ অসন্তুষ্ট হয়, তা করা যাবে না। অন্যায় কোনো কাজ করে এই মুহূর্তে দলের বিরাগভাজন হবেন না।"
তিনি আরও বলেন, "আপনারা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মীকে প্রশ্রয় দেবেন না। যদি কেউ তাদেরকে আশ্রয়-প্রশ্রয় দেন, তিনিও অপরাধী হিসেবে গণ্য হবেন।"
নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে.এম. সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম. সিপার এবং যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ কুমার সিকদার। এসময় উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক ওহিদুজ্জামান চঞ্চল, দৈনিক যায়যায়দিনের সাংবাদিক মশিউর রহমান, দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক আল আমিন হাজরা, দৈনিক ইনকিলাবের সাংবাদিক জাহিদ হোসেন, দৈনিক মানবজমিনের সাংবাদিক হাসান, কালবেলার উথান মণ্ডলসহ নাজিরপুরে কর্মরত সাংবাদিকরা।
ভোরের আকাশ/রন
মন্তব্য