পিরোজপুরের নাজিরপুরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আজ (৬ ডিসেম্বর) সোমবার সকাল ১১টায় উপজেলার কৃষি ইনস্টিটিউট মিলনায়তনে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মসিউর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ রুবেল শেখ, নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার পিরোজপুরের ব্যবস্থাপনা সম্পাদক এস. এম. সিপার, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমার পিরোজপুরের সম্পাদক অনুপ কুমার সিকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম ফরাজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল সিকদার এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রী মিমি প্রমুখ।
ভোরের আকাশ/রন
মন্তব্য