পিরোজপুরে

রিয়াজ শিকদারের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

পিরোজপুর প্রতিনিধি
রিয়াজ শিকদারের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

পিরোজপুরে যুবদল নেতা রিয়াজ শিকদারের মুক্তির দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় পিটিআই সড়কের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জেলার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, "স্বৈরাচারের দোসরা পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় ভর করে আছেন। এরই কারণে বিভিন্ন মিথ্যা মামলায় রিয়াজ শিকদারকে আসামি করা হচ্ছে। আমরা অবিলম্বে রিয়াজ শিকদারের নিঃশর্ত মুক্তি চাই। গত ১৫ বছর ধরে তিনি জেল, জুলুম, হামলা ও মিথ্যা মামলার শিকার। মুক্তি না দিলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।"

পিরোজপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্না সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের পল্লী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক সাকিল আকন, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার আহমেদ, আব্দুর শহিদ, কাঞ্চন মল্লিক, মহিলা নেত্রী লুবনা আক্তারসহ বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি অফিসের সামনে গিয়ে শেষ হয়।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য