বাল্যবিবাহ প্রতিরোধে বিবাহ রেজিস্ট্রার, ধর্মীয় নেতা, কমিউনিটি ফোরাম এবং নির্বাচিত স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে সভা করেছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ শাখা। সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় সংস্থার এনাম নাহার মোড় শাখার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক মোঃ শামসুদ্দিন।
সংস্থার কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার শাহেনা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ সামসুল আলম, সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার নাজিম উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, হারামিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লুনা বেগম, মুছাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুরাইয়া বেগম, পৌরসভা বিবাহ রেজিস্ট্রার মোঃ আইয়ুব, হারামিয়া বিবাহ রেজিস্ট্রার কাজী নিজাম উদ্দিন, মুছাপুর বিবাহ রেজিস্ট্রার আবদুর রহমান আনসারী, বাউরিয়া বিবাহ রেজিস্ট্রার এহসান উল্লাহ, হারামিয়া ইউপি সচিব কাজী মেহরাজুল ইসলাম, হিন্দু বিবাহ রেজিস্ট্রার তুষার ব্যনার্জি, নারী প্রগতি সংঘ প্রোগ্রাম অর্গানাইজার সাবিনা ইয়াসমিন প্রমুখ।
বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এ থেকে আমাদের বেরিয়ে আসতে সবার সহযোগিতা প্রয়োজন। দীর্ঘ চার দশকের অভিজ্ঞতায় বাংলাদেশের নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠন, জাতিসংঘ স্বাস্থ্য সংস্থা, চিকিৎসক সমাজ, গবেষক সকলের অভিজ্ঞতার আলোকে বিশ্বজনীনভাবে এটি প্রমাণিত যে ১৮ বছরের নিচে মেয়েদের মাতৃত্ব গ্রহণ বা সন্তান জন্মদানের জন্য প্রস্তুত নয়। মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করা হলে তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিশুর বয়সের সঙ্গে সাংঘর্ষিক হবে।
ভোরের আকাশ/রন
মন্তব্য