কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুরে বালু বোঝাই ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাক্টরের চালক রোবেল মিয়া (৩৮) নিহত হয়েছেন। তিনি খলিলপুরের মৃত সাম মিয়ার পুত্র।
সোমবার ৬ জানুয়ারি ভোর সকাল ৬:৩০ মিনিটে খলিলপুর গোমতী ব্রিজের উত্তর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি গোমতী নদীতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বালিবাড়ির বালুর টিলা থেকে বালু বোঝাই করে খলিলপুর উত্তরপাড়া নিয়ে যাওয়ার পথে খলিলপুর গোমতী ব্রিজের উঠার আগেই মোড়ে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে গোমতী নদীতে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোঃ ইলিয়াস বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।"
নিহতের পরিবারের অভিযোগ না থাকায় নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/রন
মন্তব্য