ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে

সেবা রাইস মিলকে লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সেবা রাইস মিলকে লাখ টাকা জরিমানা
আশুগঞ্জে সেবা অটো রাইস মিলকে ভোক্তা অধিকারের ১ লাখ টাকা জরিমানা - ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেবা অটো রাইস মিলকে বস্তায় অন্য চাল প্যাকেটজাত করা এবং মূল্য তালিকা যথাযথভাবে না থাকার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ জরিমানা করেন।

এ বিষয়ে তিনি সাংবাদিকদের জানান, সেবা অটো রাইস মিলে অবৈধভাবে বিভিন্ন নামে চাল প্যাকেটজাত (মিনিকেট নামে প্যাকেটকরণ), চাল কতদিন মজুদ তার তথ্য না থাকা, বস্তার গায়ে মূল্য না দেয়া, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। এ প্রেক্ষিতে অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

তিনি আরো জানান, ন্যায্যমূল্যে চাল বিক্রি, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণসহ সরকারের প্রচলিত আইন মেনে ব্যবসা করার বিষয়ে সেবা অটো রাইস মিলসহ অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য