শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নকলা উপজেলা ছাত্র সমাজের আয়োজনে পৌর শহরের বিভিন্ন পয়েন্টে মানববন্ধন, শোভাযাত্রা ও সড়ক অবরোধ করেন তারা।
এসময় তাদের হাতে ‘নিরাপদ সড়ক চাই’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়। তারা স্লোগান তোলে—‘সড়ক সড়ক সড়ক চাই, নিরাপদ সড়ক চাই’, ‘জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, রক্তে আগুন লেগেছে।’
প্রায় ঘণ্টাখানেক পর শিক্ষার্থীরা নকলা থানার সামনে থেকে মিছিল নিয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকের নকলা-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে গিয়ে অবস্থান নেয় এবং বিক্ষোভ করে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং নকলার গুরুত্বপূর্ণ পয়েন্টে জেব্রা ক্রসিং, স্পিড ব্রেকার নির্মাণসহ ট্রাফিক ব্যবস্থা আরও জোরদার করার আশ্বাস দেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুতসময়ের মধ্যে এসব করার প্রতিশ্রুতিও দেন তিনি। পরে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এসএম মাসুম, রাইয়্যান আল মাহদি অনন্ত, শিক্ষার্থী লিমন আহমেদ, মুকিত, সুমাইয়্যা, স্বপ্না, মো. মেহেদি হাসান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/রন
মন্তব্য