আখাউড়া স্থলবন্দরে

ভারত থেকে এলো ৫ টন জিরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ভারত থেকে এলো ৫ টন জিরা
সোমবার রাতে জিরাভর্তি ভারতীয় ট্রাক আখাউড়া স্থলবন্দরে - ভোরের আকাশ

চলতি ২০২৪-২৫ অর্থবছরে আখাউড়া স্থলবন্দরে পণ্য আমদানির এটি প্রথম চালান। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জিরাভর্তি একটি ভারতীয় ট্রাক আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়।

স্থলবন্দর সূত্রে জানা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বন্দর দিয়ে ভারত থেকে কোনো পণ্য আমদানি হয়নি। এবার মেসার্স পড়শী ইমপেক্স নামে একটি প্রতিষ্ঠান ভারত থেকে ৫ টন জিরা আমদানি করেছে। ভারতীয় প্রতিষ্ঠান এম. টি. ই. এক্সিম প্রাইভেট লিমিটেড প্রতি কেজি ৩.৪৯ ডলার মূল্যে এই জিরা রপ্তানি করেছে।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, দীর্ঘদিন ধরে বন্দর দিয়ে পণ্য আমদানি অনিয়মিত ছিল। চলতি অর্থবছরে প্রথমবারের মতো জিরা আমদানি হওয়ায় আমদানি বাণিজ্য আবারও সচল হলো।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য