বরিশালে

ইমারত নির্মাণ শ্রমিকদের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বরিশাল ব্যুরো
ইমারত নির্মাণ শ্রমিকদের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

গতকাল (৬ জানুয়ারী) সকাল ১১ টায় বরিশাল অশ্বিনী কুমার হল চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও কেক কাটার মধ্য দিয়ে ইমারত নির্মাণ শ্রমিকদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক নেতা মোঃ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ইমারত শ্রমিক ইউনিয়ন, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলাউদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, প্রকৌশলী আবু সালেহ, সদস্য সচিব, বরিশাল নাগরিক অধিকার আন্দোলন, প্রকৌশলী আক্তার হোসেন, অ্যাডভোকেট একে আজাদ, মোঃ আঃ মালেক হাওলাদার সহ ইমারত শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা এ সময় বলেন, ট্রেড ইউনিয়ন অধিকার, নির্মাণ শ্রমিকদের সরকারি তালিকাভুক্ত করা, আলাদা শ্রম আইন করা সহ ইমারত নির্মাণ শ্রমিকদের ৬ দফা দাবী বাস্তবায়ন করতে হবে। পরে একটি রেলি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য