গাইবান্ধায়

বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন

তিনটি দোকান ভস্মিভূত

গাইবান্ধা প্রতিনিধি
বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন

গাইবান্ধার সাঘাটায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে, যেখানে রড-সিমেন্টের গোডাউন ও গালামালের তিনটি দোকান ভস্মিভূত হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের উল্লারবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে হঠাৎ করে বাজারের টপটেন ফার্নিচারের দোকান থেকে ধোঁয়া দেখা যায়। পরে তা দ্রুত আগুনের লেলিহান শিখায় পরিণত হয়। লোকজন আগুন নেভানোর জন্য ছুটাছুটি শুরু করে এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর, ফুলছড়ি এবং সাঘাটা ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই অগ্নিকাণ্ডে প্রায় ৫০-৬০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, "আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে যাই। এই অগ্নিকাণ্ডে তিনটি দোকানে প্রায় ৫০-৬০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।"

 

ভোরের আকাশ/রন

মন্তব্য