পিরোজপুরে জেলা শিবিরের সভাপতি মেহেদী হাসান, সেক্রেটারি ইমরান

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে জেলা শিবিরের সভাপতি মেহেদী হাসান, সেক্রেটারি ইমরান

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার ২০২৫ সালের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আল ইমরান।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় জেলা শহরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন অডিটোরিয়াম ২০২৫ সেশনের জন্য সদস্যদের প্রত্যক্ষ ভোটে ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়।

জানা গেছে, নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ফাযিল মাদ্রাসায় থেকে ফাযিল শেষ করেছেন বরিশাল বি,এম কলেজ থেকে অনার্স, মাস্টার্স এর শিক্ষার্থী এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমরান খান পিরোজপুর সরকারি সোহরোয়াদী কলেজের ম্যনেজন্ট বিভাগের মাস্টার্স এর শিক্ষার্থী।

কমিটি গঠনের আগে জেলা শাখার সদস্য ও সাথীদের নিয়ে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয় ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি বৃন্দ উপাস্তিত ছিলেন। কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক। কেন্দ্রীয় আন্তজাতিক সম্পাদক উপস্থিত ছিলেন।

আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

ভোরের আকাশ/ সু

মন্তব্য