সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে দুটি বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সে আগুন ধরে চারজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, বাস দুটি ধাক্কা দেওয়ার পর অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায় এবং আগুন বাসেও ছড়িয়ে পড়ে।
বুধবার দিবাগত রাত দুইটার দিকে ফুলবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী দুটি বাস অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। এ সময় অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন চারজন, যারা ঘটনাস্থলেই মারা যান। আহত হয়েছেন আরও কয়েকজন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে অ্যাম্বুলেন্সসহ বাস দুটি আগুনে পুড়ে যায়।
ভোরের আকাশ/রন
মন্তব্য