পিরোজপুরে প্রবীণ ঋণগ্রহীতাদের নিয়ে বিভিন্ন এনজিও'র সাথে রিকের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পিরোজপুর পুরাতন ডিসি অফিসের বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ হলরুমে রিকের ISIGOP প্রকল্পের আওতায় এই সভাটি আয়োজিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী মইনুল আহসান মুন্না। অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রিকের জোনাল ম্যানেজার এমদাদুল হক, ব্র্যাকের জেলা সমন্বয়কারী হাসিবুল ইসলাম হাসান, আশার ব্রাঞ্চ ম্যানেজার মো. সফিকুল ইসলাম, উদ্দীপনের আঞ্চলিক ব্যবস্থাপক মো. কাইউম হোসেন, ডাক দিয়ে যাই-এর সমন্বয়কারী (মানব সম্পদ) মো. আসাদুল হক এবং প্রবীণ কল্যাণ আঞ্চলিক সমন্বয়কারী মো. ফারুক রহমান। এছাড়াও রিকের শংকরপাশার ব্রাঞ্চ ম্যানেজার মোল্লা হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য প্রদান করেন।
সভাটি সঞ্চালনা করেন মনিটরিং ফেসিলিটেটর শুভজিৎ মণ্ডল। এ সময় বক্তারা প্রবীণদের আয়বর্ধক কাজে সহজ শর্তে ঋণ প্রদান, আয় নিরাপত্তা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন এবং রিকসহ অন্যান্য সংগঠনের বিভিন্ন সেবার কথা তুলে ধরেন।
ভোরের আকাশ/রন
মন্তব্য