চট্টগ্রামের আনোয়ারায়

ছাত্রশিবিরের প্রাক্তন দায়িত্বশীলদের প্রীতি সমাবেশ

চট্টগ্রাম জেলা প্রতিনিধি
ছাত্রশিবিরের প্রাক্তন দায়িত্বশীলদের প্রীতি সমাবেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাথী ও সদস্যদের নিয়ে স্মৃতিচারণ ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আনোয়ারা শিবিরের সাবেক শতাধিক সাথী সদস্য। এ সময় সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের আগমনে মিলনমেলায় পরিণত হয়।

শুক্রবার (১০ জানুয়ারি), চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হাসপাতাল হলরুমে এই স্মৃতিচারণ ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনি’র সভাপতিত্বে সেক্রেটারি আবুল হাছান খোকার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সূরা ও কর্মপরিষদের সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রাক্তন এই জনশক্তি ও আজকের এই মিলনমেলা আনোয়ারা উপজেলার ইসলামী আন্দোলনকে আরও গতিশীল করবে। আমাদের এভাবে পরিকল্পনাবদ্ধ কাজ ইসলামী আন্দোলনের জন্য আনোয়ারার মাটি উর্বর করবে। আজকের এই প্রোগ্রাম জনশক্তিকে ময়দানে আরও উজ্জীবিত করবে ইনশাআল্লাহ।”

এ সময় স্থানীয় সংগঠন ও আগামীর পরিকল্পনা নিয়ে সার্বিক বিষয়ে আলোচনা করেন ন্যাশনাল হাসপাতাল, পার্কভিউ হাসপাতাল পরিচালক ও লিভার বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি বলেন, “আনোয়ারায় দায়িত্বশীলদের পরিকল্পনাবদ্ধ কাজ করতে হবে। সেবা ও সমাজ সংস্কারমূলক কাজগুলো করে আমাদের জনগণের কাছে যেতে হবে। নিজেদের পরিশুদ্ধ করতে হবে। তবেই আমরা আনোয়ারাকে পরিবর্তন করতে পারব।”

অনুষ্ঠানে দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন নগরীর সদরঘাট থানার জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ আবদুল গফুর, পাচলাইশ থানার আমীর অধ্যক্ষ মাহবুবুল হাছান রুমী, ডা. মোহাম্মদ ইলিয়াস, মাওলানা মোহছেন আল হোসাইন, আনোয়ারা থানার ছাত্রশিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ শহীদুল্লাহ, সাংগঠনিক সেক্রেটারি সাইয়েদ মোহাম্মদ আতিক জামালীসহ উপজেলা জামায়াত, ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য