পিরোজপুরের নাজিরপুরে

জাসাসের কর্মী সম্মেলন

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
জাসাসের কর্মী সম্মেলন

পিরোজপুরের নাজিরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা জাসাসের আয়োজনে উপজেলা বিএনপি কার্যালয়ে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা জাসাসের আহবায়ক তরুণ কুমার মিস্ত্রি এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোজাহিদুল ইসলাম মাসুদ। জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন শেষে মূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আবু হাসান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য এম. আনোয়ারুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম ফরাজী, মোঃ শফিকুল ইসলাম সাফিক, মোঃ তাওহীদুল ইসলাম। কর্মী সম্মেলনের উদ্বোধক ছিলেন জেলা জাসাসের আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসাসের সদস্য সচিব অ্যাডভোকেট খায়রুল বাশার শামীম। এসময় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা জাসাসের যুগ্ম আহবায়ক রিয়াজ মাহমুদ।

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান শরীফ, ছাত্রদলের আহবায়ক এইচ.এম শামীম হাসান, সদস্য সচিব মোঃ তারেক আবদুল্লাহ বাপ্পি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ তাওহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত-আহত সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, ছাত্র জনতার এই আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশে নতুন এক স্বাধীনতা পেয়েছি। বিগত এই ১৬ বছর আওয়ামী দুর্বৃত্ত শাসনের বিরুদ্ধে মানুষ কথা বলতে পারেনি, যখনই কেউ প্রতিবাদ করেছে তাকে হামলা-মামলা কিংবা গুম করা হয়েছে। আওয়ামী সরকার পতন হয়েছে কিন্তু তাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।

পরে জাসাসের জেলা নেতৃবৃন্দ ৭ সদস্যবিশিষ্ট উপজেলার আংশিক কমিটির সকলকে পরিচয় করিয়ে দেন। আগামীতে উপজেলা জাসাসের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং সকলে মিলেমিশে কাজ করবে। সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান। কমিটির সভাপতি হলেন তরুণ কুমার মিস্ত্রি, সিনিয়র সহসভাপতি আইউব আলী, অশেষ হালদার, সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম এবং দপ্তর সম্পাদক নিবাশ বৈরাগী।

এসময় উপজেলার ও ইউনিয়নের সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য