ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে

শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদ উপস্থিত থেকে ৫ জন শহীদ পরিবার এবং ১৭ জন আহতদের মাঝে সহায়তা প্রদান করেন।

প্রতি শহীদ পরিবারকে ১৫ হাজার টাকা এবং আহত ১৭ জনকে ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। এই আর্থিক সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর প্রয়াস নেয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ঈশ্বরগঞ্জ পৌর প্রশাসক ইকবাল হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার হাসান কিবরিয়া, ছাত্র সমন্বয়ক ও সাংবাদিকবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদ বলেন, “আমাদের দেশের স্বাধীনতা ও মুক্তির জন্য যারা জীবন দিয়েছেন, তাদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই আর্থিক সহায়তা তাদের কিছুটা হলেও স্বস্তি দিতে পারে। আমরা ভবিষ্যতেও তাদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এদিকে, শহীদ পরিবার ও আহতরা এই সহায়তা গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাদের মতে, এই ধরনের সহায়তা তাদের জীবনের দুর্দশা কিছুটা কমাতে সহায়ক হবে। উপজেলা প্রশাসন শহীদ পরিবার ও আহতদের জন্য ভবিষ্যতেও বিভিন্ন সহায়তার হাত বাড়িয়ে দিবেন বলে আশা ব্যক্ত করেন।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য