সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের চোরাচালান প্রতিরোধ বিষয়ক অভিযানে ১টি ভারতীয় রয়েল এন্ড ফিল্ড হান্টার ৩৫০ সিসি মটর সাইকেলসহ দুইজন এবং মটর সাইকেল বহনকারী ডিআই (মিনি ট্রাক) আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১২ জানুয়ারি রবিবার গভীর রাত ৩টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কে অভিযান পরিচালনা করে। সীমান্ত অতিক্রম করে বিশেষ কৌশলে চোরাকারবারী দলের সদস্যরা ১টি ভারতীয় রয়েল এন্ড ফিল্ড হান্টার ৩৫০ সিসি মটর সাইকেল নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে জৈন্তাপুর মডেল থানা পুলিশ কৌশলে নজরদারি বৃদ্ধি করে এবং অভিযান পরিচালনা করতে মাঠে নামে। নজরদারির এক পর্যায়ে ডিআই (মিনি ট্রাক) দিয়ে বিশেষ কৌশলে সীমান্ত থেকে নিয়ে আসা ভারতীয় মটর সাইকেলসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ মল্লিফৌদ গ্রামের আব্দুল মালিকের ছেলে মো. মাসুদ আহমদ রাজু (২০) এবং একই গ্রামের ইদ্রিছ আলীর ছেলে জুবায়ের আহমদ (২২)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ প্রাপ্ত হয়ে অভিযান পরিচালনা করে ১টি রয়েল এন্ড ফিল্ড হান্টার মটর সাইকেল, মটর সাইকেল বহনকারী ডিআই ট্রাকসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। মামলা দায়ের পূর্বক তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।"
ভোরের আকাশ/রন
মন্তব্য