বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী শাখা

নতুন কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর

ফেনী প্রতিনিধি
নতুন কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী শাখার সদ্য বিদায়ী কমিটি নতুন কার্যকরী কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করেছে। গত শনিবার (১১ জানুয়ারি) রাতে স্থানীয় একটি রেষ্টুরেন্টের মিলনায়তনে সদ্য বিদায়ী কমিটির সভাপতি দৈনিক বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি এম, এমরান পাটোয়ারী ও সাধারণ সম্পাদক দৈনিক ভোরের আকাশের জেলা প্রতিনিধি শেখ আশিকুন্নবী সজীব নব-নির্বাচিত কমিটির সভাপতি দৈনিক অজেয় বাংলার নিজস্ব প্রতিবেদক ইয়াসির আরাফাত রুবেল ও সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের ভিডিও সাংবাদিক মুহাম্মদ দুলাল তালুকদারের নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করেন।

দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন সভাপতি মোস্তফা কামাল বুলবুল, বর্তমান কমিটির সহ-সভাপতি সুরঞ্জিত নাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মামুন, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক আফতাব উদ্দিন, কোষাধ্যক্ষ মোল্লা মো. ইলিয়াছ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম সোহাগ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুরাদ, কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ আল-মামুন, জুলহাস তালুকদার, তোফায়েল আহমেদ নিলয়, সাধারণ সদস্য জিয়াউল হক সোহেল, মো. শাহজাহান বাদশা সাজু, জাহেদ হোসেন রনি, রমিজ উদ্দিন রাজু, নুর উল্লাহ কায়সার, সুলতান মাহমুদ জয় প্রমুখ।

দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি-সম্পাদক সংগঠনের গতিশীলতা ও সাংগঠনিক কার্যক্রমের পরিধি বিস্তৃতির প্রত্যাশা ব্যক্ত করেছেন এবং সংগঠনকে এগিয়ে নেয়ার জন্য সকল সদস্যের সহযোগিতা কামনা করেছেন।

ভোরের আকাশ/ সু

মন্তব্য